উচ্চাকাঙ্খা

উচ্চাকাঙ্খা বা স্বপ্ন খুবই অদ্ভুত একটা জিনিস। সাফল্যের রাস্তার ওইমাথা থেকে যখন স্বপ্ন হাতছানি দেয়, তখন তাকে অর্জন করার টানে আপ্রাণ পরিশ্রম করে যেমন অনেকে বহুদূর এগিয়ে যায়, ঠিক তেমনি কেউ একজন যখন তাকে অর্জন করতে পারে না, তখন এই না পাওয়ার হতাশা অনেকসময় তাকে ধ্বংস করে দেয়, জীবনে আর কোন ভালো কিছুই করতে দেয় না।
স্বপ্ন বা বহুদূর যাওয়ার লক্ষ্য থাকা সবসময়ই ভালো। কিন্তু, সেটাকে কখনোই জীবনের চেয়ে বেশি মূল্যবান হতে দেয়া উচিত না। জীবনে কি পেলাম আর কি পেলাম না, সেটা দিয়ে কখনোই জীবনকে মূল্যায়ন করা যায় না।