নিচে নামার প্রতিযোগিতা

আপনি যখন কারো একজনের সম্পর্কে দুর্নাম করেন, তার খারাপ দিকগুলো খুঁজে বের করে সবাইকে দেখাতে শুরু করেন, তখন আপনি শুধু তাকেই নিচে নামান না, আপনি নিজেও কিছু মানুষের চোখে নিচে নামেন। আর যখন কারো প্রশংসা করেন, তার ভালো দিকগুলো সবার কাছে তুলে ধরেন, তখন শুধু তাকেই উপরে তুলেন না, আপনি নিজেও কিন্তু মানুষের চোখে অনেক উপরে উঠে যান।
দুইজন একসাথে নিচে নামার চাইতে দুইজনই একসাথে উপরে ওঠা ভালো নয় কি ??