যোগ্যতার অহংকার

মাঝে মাঝে কিছু মানুষের দেখা পাই, যারা জীবনে নিজেদের সাফল্যে এতটাই গর্বিত, নিজেদের যোগ্যতা নিয়ে এতটাই অভিভূত, তারা অন্য মানুষকেও ঐ যোগ্যতার মাপকাঠিতেই বিচার করে।
যতদিন এরা আপনার চাইতে নিচে থাকবে, ততদিন আপনি এদের চিনতে পারবেন না, বন্ধুর মতই আচরণ করবে। যখনই তাদের সাফল্যের মাপকাঠিতে আপনাকে তারা অতিক্রম করে যাবে, তখনই তাদের আসল রূপ আপনি দেখতে পাবেন। এরা এটা বুঝে না, যাদেরকে তারা অবমুল্যায়ন করে, একদিন পরিস্থিতি তার উল্টোটাও হতে পারে। কিন্তু, অনেক মেধাবী হওয়া সত্বেও, কোনদিনই এই সহজ জিনিসটা এরা ধরতে পারে না। আমার দৃষ্টিতে এইসব মানুষ তাই একধরনের মানসিক প্রতিবন্ধী।
আমার ছোটবেলা থেকে এরকম অনেক অনেক মানুষকে আমি দেখেছি। কিন্তু, তাদের কাউকেই খুব বেশিদূর যেতে দেখিনি। এরা জীবনের সিঁড়ি বেয়ে যতদ্রুত উপরে ওঠে, তার চেয়ে অনেক দ্রুত নিচে পড়ে।
মানুষ বাঁচে আশায়। আপনি যখন একজন মানুষের সামনে আপনার নিজের অসামান্য যোগ্যতা আর প্রতিভার গুণগান করে বেড়ান এবং তাকে নানাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, সে আপনার তুলনায় কিছুই না, তখন আপনি অনেক বড় একটা পাপ করেন। আপনি তার আত্মবিশ্বাস নষ্ট করে দেন, তার আশাগুলো ভেঙে দেন। একজন মানুষ যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করে, তখন সত্যিই সত্যিই তার প্রতিভাগুলো একটু একটু করে নষ্ট হয়ে যায়, সে কোনকিছুই ঠিকভাবে করতে পারে না। এভাবে আরেকজন মানুষের জীবন নষ্ট করার অধিকার আপনার নেই।
জীবনে মানুষকে আশার আলো দেখাতে না পারেন, দয়া করে কখনো তাকে হতাশ করবেন না।