WC 2019 - BAN vs RSA
২০০৭ বা ২০১১ বিশ্বকাপের সেইসব দিনগুলো, বাংলাদেশ জিতে গেলেই যখন ম্যাচগুলোকে বলা হতো অঘটন, সেইসব দিন এখন আমাদের হাজার হাজার মাইল পিছনে। আমরা এখন প্রত্যেকটা টিমের সাথে খেলতেই নামি জিতার জন্যে, কোন অঘটন ঘটানোর জন্যে না। আজকের খেলা দেখতে গিয়ে সবচেয়ে বেশি এইটাই চোখে লাগছিলো - the difference in our attitude. এই টিমটার প্রত্যেকটা ছেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে মাঠে নামে, সম্মানজনক ব্যবধানে হারার জন্যে না।
This is our turn to hold the trophy
It is coming home ❤